০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে অনিশ্চিত মেসি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশ : ০৭:১২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৫৬৩ বার পড়া হয়েছে

মার্শেই’র বিপক্ষে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বাদ পড়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন লিওনেল মেসি। শনিবার লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে তাকে দেখা যাবে না। শঙ্কা জেগেছে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে বায়ার্ন ম্যাচে খেলা নিয়েও, জানাচ্ছে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপে।
মোনাকোর বিপক্ষে মেসিকে পাওয়া না গেলেও পিএসজির দুশ্চিন্তা মূলত চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ ঘিরেই। কেননা চোটের কারণে দল থেকে আগেই ছিটকে পড়েছেন আরেক তারকা কাইলিয়ান এমবাপে।
বুধবার রাতে মার্শেই’র বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে ছিটকে যায় ক্রিস্তোফ গালতিয়েরের দল। বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগে দলের দুই ভরসা ফরোয়ার্ড মেসি ও এমবাপের চোট নতুন করে ভাবাচ্ছে পিএসজি বসকে।
পিএসজি অবশ্য আশা করছে বাভারিয়ানদের বিপক্ষে রাউন্ড ১৬’র ম্যাচের আগেই চোট কাটিয়ে ফিরতে পারবেন বিশ্বকাপজয়ী মেসি। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে নামবে পিএসজি।
এরআগে লিগ ওয়ানে মন্টেপিলিয়েরের বিপক্ষ হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন এমবাপে। চোট গুরুতর হওয়ায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে তিনি। যদিও বায়ার্ন কোচ লিয়ান নাগেলসম্যান বলছেন চোট নিয়ে ‘মাইন্ড গেম’ খেলছেন গালতিয়ের।

জনপ্রিয় সংবাদ

কোটা সংস্কার আন্দোলনকারীদের একদিন জাতির কাছে জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে অনিশ্চিত মেসি

প্রকাশ : ০৭:১২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩

মার্শেই’র বিপক্ষে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বাদ পড়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন লিওনেল মেসি। শনিবার লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে তাকে দেখা যাবে না। শঙ্কা জেগেছে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে বায়ার্ন ম্যাচে খেলা নিয়েও, জানাচ্ছে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপে।
মোনাকোর বিপক্ষে মেসিকে পাওয়া না গেলেও পিএসজির দুশ্চিন্তা মূলত চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ ঘিরেই। কেননা চোটের কারণে দল থেকে আগেই ছিটকে পড়েছেন আরেক তারকা কাইলিয়ান এমবাপে।
বুধবার রাতে মার্শেই’র বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে ছিটকে যায় ক্রিস্তোফ গালতিয়েরের দল। বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগে দলের দুই ভরসা ফরোয়ার্ড মেসি ও এমবাপের চোট নতুন করে ভাবাচ্ছে পিএসজি বসকে।
পিএসজি অবশ্য আশা করছে বাভারিয়ানদের বিপক্ষে রাউন্ড ১৬’র ম্যাচের আগেই চোট কাটিয়ে ফিরতে পারবেন বিশ্বকাপজয়ী মেসি। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে নামবে পিএসজি।
এরআগে লিগ ওয়ানে মন্টেপিলিয়েরের বিপক্ষ হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন এমবাপে। চোট গুরুতর হওয়ায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে তিনি। যদিও বায়ার্ন কোচ লিয়ান নাগেলসম্যান বলছেন চোট নিয়ে ‘মাইন্ড গেম’ খেলছেন গালতিয়ের।