প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝিনাইদহে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান ষ্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় ব্যারিস্টার সুমন একাদশ বনাম শহীদ রাব্বুল স্মৃতি সংসদ একাদশ। খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। খেলার আয়োজক ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ পৌর সভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু।
জাকজমকপূর্ণ এই খেলায় শহীদ রাব্বুল স্মৃতি সংসদ ব্যারিস্টার সুমন একাদশ কে ৩-১ গোলে হারিয়ে সম্মানজনক ট্রফি জিতে নেয়। দর্শকপূর্ণ ষ্টেডিয়ামে সরাসরি খেলা দেখতে আসেন ঝিনাইদহের পুলিশ সুপার আশিকুর রহমান ,সিভিল সার্জন শুভ্রা রাণী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান, অতির্ক্তি জেলা প্রশাসক (আইসিটি) আরিফুল ইসলাম ,উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন,কেসি কলেজের সাবেক অধ্যক্ষ বি এম জোউল করিম সহ সর্বস্তরের ফুটবল প্রিয় দর্শকবৃন্দ। খেলা শেষে উভয় দলের হাতে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার আশিকুর রহমান।
খেলার আয়োজক সাইদুল করিম মিন্টু বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন, স্মার্ট বাংলাদেশ গঠন, মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদকে রুখতে এবং যুব সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।