০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

৩ দিনের রাষ্ট্রীয় সফরে আজ কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিন দিনের রাষ্ট্রীয় সফরে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২২ মে) বিকাল ৩টায় কাতারের উদ্দেশে রওনা দেবেন তিনি। দোহায় তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে অংশ নিতে ২৩ থেকে ২৫ মে পর্যন্ত কাতার সফর করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশে এলএনজি আমদানি, সৌরবিদ্যুৎসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য ইন্দোনেশিয়া, বাংলাদেশের মত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ খুঁজছে কাতার। এতে করে আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেও জানান তিনি।
সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ-জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। ২৫ মে ভোরে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

কোটা সংস্কার আন্দোলনকারীদের একদিন জাতির কাছে জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

৩ দিনের রাষ্ট্রীয় সফরে আজ কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৮:৪৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

তিন দিনের রাষ্ট্রীয় সফরে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২২ মে) বিকাল ৩টায় কাতারের উদ্দেশে রওনা দেবেন তিনি। দোহায় তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে অংশ নিতে ২৩ থেকে ২৫ মে পর্যন্ত কাতার সফর করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশে এলএনজি আমদানি, সৌরবিদ্যুৎসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য ইন্দোনেশিয়া, বাংলাদেশের মত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ খুঁজছে কাতার। এতে করে আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেও জানান তিনি।
সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ-জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। ২৫ মে ভোরে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।