ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ করার ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (৩১ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার প্রধান ফটকের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার জন্য বুধবার সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদীর তীরে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ অপরাজেয়-৭১ -এ জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে শিক্ষার্থী মিছিল নিয়ে জেলা জজ কার্যলয়ের দিলে রওনা হয়। পথে আর্ট গ্যালারী এলাকায় পুলিশ শিক্ষার্থীদের বাঁধা দেয়। পুলিশের সেই বাঁধা অর্থাৎ ব্যারিকেড উপেক্ষা করে শিক্ষার্থীরা এগিয়ে যেতে থাকে।
এরপর পুলিশ ঠাকুরগাঁও পৌরসভার মূল ফটকের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের পথরোধ করার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
নাজনিন আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। পুলিশ আমাদের কর্মসূচি ভন্ডুল করার জন্য অহেতুক ভাবে লাঠিচার্জ করে। এতে করে আমাদের ২০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে। অনেকের মাথাও ফেটে গেছে। আমাদের সঙ্গে কেন এরকম অন্যায় আচরণ করছে পুলিশ।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ বলেন, শিক্ষার্থীর সড়কের যানচলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। এজন্য তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
০১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ-
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহত ২০
-
নিজস্ব প্রতিবেদক । দৈনিক অন্যদিগন্ত
- প্রকাশঃ ০৫:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
- ২৫২০ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ