০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ধুনটে আগুনে পুড়ে সর্বশান্ত কৃষক

বগুড়ার ধুনটে সফের আলী প্রাং (৫০) নামে এক  কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি গরু, ২টি ছাগলসহ ২টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় কৃষকের পরিবার সর্বশান্ত হয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে।
বুধবার (১৩ই এপ্রিল) দিবাগত ২টার দিকে উপজলোর চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা রাস্তা অনেক দূরত্ব হওয়ায় গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির ঘরগুলো পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভয়াবহ এ আগুনে পুড়ে কৃষক পরিবারের টিনের তৈরী ২টি ঘর, ৩টি গরু,২টি ছাগল আসবাবপত্রসহ ধান, চাল ও নগদ ২লক্ষ টাকা পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ কৃষক সফের আলী প্রাং বলেন, পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে আছি।
এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন বলেন, সংবাদ পেয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারটিকে সাহায্য সহযোগীতা করা হবে।
চৌকিবাড়ি পরিষদের চেয়ারম্যান মোঃ হাসানুল করিম (পুটু) অগ্নিকান্ডে  ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদেরকে সাহায্যে সহযোগীতা আশ্বাস দেন।

জনপ্রিয় সংবাদ

কোটা সংস্কার আন্দোলনকারীদের একদিন জাতির কাছে জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

ধুনটে আগুনে পুড়ে সর্বশান্ত কৃষক

প্রকাশ : ১১:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

বগুড়ার ধুনটে সফের আলী প্রাং (৫০) নামে এক  কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি গরু, ২টি ছাগলসহ ২টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় কৃষকের পরিবার সর্বশান্ত হয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে।
বুধবার (১৩ই এপ্রিল) দিবাগত ২টার দিকে উপজলোর চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা রাস্তা অনেক দূরত্ব হওয়ায় গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির ঘরগুলো পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভয়াবহ এ আগুনে পুড়ে কৃষক পরিবারের টিনের তৈরী ২টি ঘর, ৩টি গরু,২টি ছাগল আসবাবপত্রসহ ধান, চাল ও নগদ ২লক্ষ টাকা পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ কৃষক সফের আলী প্রাং বলেন, পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে আছি।
এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন বলেন, সংবাদ পেয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারটিকে সাহায্য সহযোগীতা করা হবে।
চৌকিবাড়ি পরিষদের চেয়ারম্যান মোঃ হাসানুল করিম (পুটু) অগ্নিকান্ডে  ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদেরকে সাহায্যে সহযোগীতা আশ্বাস দেন।