০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপিকে বাধা দিতে নয়, জানমালের নিরাপত্তায় আ.লীগের কর্মসূচি

সংঘাত সৃষ্টি করতে বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে বলে বিএনপি নেতারা যে অভিযোগ করেছেন তা অস্বীকার করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, বিএনপির পদযাত্রায় বাধা দেওয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) গাজীপুরে ইন্টারন্যাশনাল চেইন রিসোর্টে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও আনন্দ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু, বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে অনেকদিন ধরেই নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। দাবি আদায়ে তাদের কর্মসূচির দিন আওয়ামী লীগের পক্ষ থেকেও কর্মসূচি দেওয়া হচ্ছে। বিএনপি নেতাদের অভিযোগ সংঘাত সৃষ্টি করতে আওয়ামী লীগ এমনটা করছে।
শনিবার এ বিষয়ে করা প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৪ বছর ক্ষমতায় আছে। ক্ষমতাসীন দল হিসেবে দেশের জনগণের জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব। জনগণের জানমাল আমাদের রক্ষা করতে হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এখানকার অভিজ্ঞতা সুখকর না। বিএনপি আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়। তারা যখনই আন্দোলন করে ভাঙচুর করে, মানুষকে পুড়িয়ে মারে। আমরা এসব কারণে জনগণকে পাহারা দেই।

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে বাধা দিতে নয়, জানমালের নিরাপত্তায় আ.লীগের কর্মসূচি

প্রকাশ : ০৩:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩

সংঘাত সৃষ্টি করতে বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে বলে বিএনপি নেতারা যে অভিযোগ করেছেন তা অস্বীকার করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, বিএনপির পদযাত্রায় বাধা দেওয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) গাজীপুরে ইন্টারন্যাশনাল চেইন রিসোর্টে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও আনন্দ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু, বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে অনেকদিন ধরেই নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। দাবি আদায়ে তাদের কর্মসূচির দিন আওয়ামী লীগের পক্ষ থেকেও কর্মসূচি দেওয়া হচ্ছে। বিএনপি নেতাদের অভিযোগ সংঘাত সৃষ্টি করতে আওয়ামী লীগ এমনটা করছে।
শনিবার এ বিষয়ে করা প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৪ বছর ক্ষমতায় আছে। ক্ষমতাসীন দল হিসেবে দেশের জনগণের জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব। জনগণের জানমাল আমাদের রক্ষা করতে হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এখানকার অভিজ্ঞতা সুখকর না। বিএনপি আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়। তারা যখনই আন্দোলন করে ভাঙচুর করে, মানুষকে পুড়িয়ে মারে। আমরা এসব কারণে জনগণকে পাহারা দেই।