০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় ‌জমির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রাণহানি

বগুড়ার ধুনটে বাড়ির সীমানা নিয়ে মারপিটের ঘটনায় আত্মগোপনে থেকে ফজর আলী শেখ (৬০) নামের এক আহত কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ফজর আলী উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের নাগেশ্বরগাঁতী গ্রামের মৃত জসমত আলীর ছেলে। শেরপুর উপজেলার সুত্রাপুর গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় গত রবিবার দুপুর ২টায় ফজর আলী মারা যায়। এঘটনায নিহতের ছেলে বাদি হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করে।

নিহতের ছেলে মনির হোসেন ও থানা সূত্রে জানা যায়, উপজেলার নাগেশ্বরগাঁতী গ্রামের ফজর আলীর সঙ্গে প্রতিবেশী খোদা বক্স ও হাফিজার রহমানের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফজর আলীর সঙ্গে খোদা বক্সের স্ত্রী ফিরোজা ও হাফিজারের স্ত্রী বিলকিসের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ফজর আলী ক্ষুব্ধ হয়ে ফিরোজা ও বিলকিসকে মারপিট করে। এ ঘটনার পর প্রতিবেশি হাফিজুর রহমানের ছেলে হিমেল, স্ত্রী বিলকিস খাতুন ও খোদা বক্সের ছেলে ফারুক, স্ত্রী ফিরোজা বেগম এবং মৃত রেফাজ উদ্দিনের ছেলে জামাল উদ্দিন, যুগিগাঁতী গ্রামের মকবুল হোসেনের ছেলে মানিক, আজিবর রহমানের ছেলে অন্তর ফজর আলীর উপর হামলা চালায় ও মারপিট করে। এতে উভয়পক্ষ আহত হয়। ঘটনার পর শুক্রবার দুপুরে খোদা বক্স বাদী হয়ে ফজর আলী ও তার ছেলে-মেয়ের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে গত শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ধুনট থানা পুলিশ। অভিযোগ আর প্রতিপক্ষের হুমকি ধামকির ভয়ে শনিবার রাতে শেরপুর উপজেলার সূত্রাপুর গ্রামে তার খালু শশুর রেফাজ উদ্দিনের বাড়িতে আত্মগোপনে থাকে আহত ফজর আলী। এ অবস্থায় রবিবার দুপুর ২টায় ওই বাড়িতে তিনি অসুস্থবোধ করে। পরে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে আহত ফজর আলী মারা যায়। এ ঘটনায় নিহত ফজর আলীর ছেলে মনিরুজ্জামান মনির বাদি হয়ে সোমবার ধুনট থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং- ১৫। এদিকে ফজর আলীর মৃত্যুর ঘটনায় আত্মগোপনে রয়েছে মামলার এজাহারে উল্লেখিত আসামি
ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফজর আলীর মৃতদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

জনপ্রিয় সংবাদ

কোটা সংস্কার আন্দোলনকারীদের একদিন জাতির কাছে জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

বগুড়ায় ‌জমির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রাণহানি

প্রকাশ : ০২:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩

বগুড়ার ধুনটে বাড়ির সীমানা নিয়ে মারপিটের ঘটনায় আত্মগোপনে থেকে ফজর আলী শেখ (৬০) নামের এক আহত কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ফজর আলী উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের নাগেশ্বরগাঁতী গ্রামের মৃত জসমত আলীর ছেলে। শেরপুর উপজেলার সুত্রাপুর গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় গত রবিবার দুপুর ২টায় ফজর আলী মারা যায়। এঘটনায নিহতের ছেলে বাদি হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করে।

নিহতের ছেলে মনির হোসেন ও থানা সূত্রে জানা যায়, উপজেলার নাগেশ্বরগাঁতী গ্রামের ফজর আলীর সঙ্গে প্রতিবেশী খোদা বক্স ও হাফিজার রহমানের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফজর আলীর সঙ্গে খোদা বক্সের স্ত্রী ফিরোজা ও হাফিজারের স্ত্রী বিলকিসের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ফজর আলী ক্ষুব্ধ হয়ে ফিরোজা ও বিলকিসকে মারপিট করে। এ ঘটনার পর প্রতিবেশি হাফিজুর রহমানের ছেলে হিমেল, স্ত্রী বিলকিস খাতুন ও খোদা বক্সের ছেলে ফারুক, স্ত্রী ফিরোজা বেগম এবং মৃত রেফাজ উদ্দিনের ছেলে জামাল উদ্দিন, যুগিগাঁতী গ্রামের মকবুল হোসেনের ছেলে মানিক, আজিবর রহমানের ছেলে অন্তর ফজর আলীর উপর হামলা চালায় ও মারপিট করে। এতে উভয়পক্ষ আহত হয়। ঘটনার পর শুক্রবার দুপুরে খোদা বক্স বাদী হয়ে ফজর আলী ও তার ছেলে-মেয়ের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে গত শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ধুনট থানা পুলিশ। অভিযোগ আর প্রতিপক্ষের হুমকি ধামকির ভয়ে শনিবার রাতে শেরপুর উপজেলার সূত্রাপুর গ্রামে তার খালু শশুর রেফাজ উদ্দিনের বাড়িতে আত্মগোপনে থাকে আহত ফজর আলী। এ অবস্থায় রবিবার দুপুর ২টায় ওই বাড়িতে তিনি অসুস্থবোধ করে। পরে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে আহত ফজর আলী মারা যায়। এ ঘটনায় নিহত ফজর আলীর ছেলে মনিরুজ্জামান মনির বাদি হয়ে সোমবার ধুনট থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং- ১৫। এদিকে ফজর আলীর মৃত্যুর ঘটনায় আত্মগোপনে রয়েছে মামলার এজাহারে উল্লেখিত আসামি
ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফজর আলীর মৃতদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।