০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

১০ হাজার টাকা মুচলেকায় আলোচিত গায়ক নোবেলের জামিন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশ : ০৬:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • ২৫৮৬ বার পড়া হয়েছে

প্রতারণার মামলায় একদিনের রিমান্ড শেষে ১০ হাজার টাকা মুচলেকায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছে আদালত। মতিঝিল থানায় দায়ের করা মামলায় নোবেলের জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন।
একদিনের রিমান্ড শেষে নোবেলকে সোমবার আদালতে হাজির করে কারাগারে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক হুমায়ুন কবির। পরে ১০ হাজার টাকা মুচলেকায় নোবেলকে জামিন দেন আদালত।
শুনানিতে বলা হয়, বাদী ও আসামি পরস্পর আপস মীমাংসা হয়ে গেছে। বাদীর সাথে আপস করে টাকা বুঝিয়ে দিয়েছেন নোবেল। দু’পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে।
এর আগে, গান গাওয়ার শর্তে টাকা নিয়ে কনসার্ট না করার অভিযোগে গত শনিবার নোবেলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই দিনই তাকে আদালতে আনা হলে একদিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত।
কনসার্টে গিয়ে স্টেজ ভেঙ্গে ফেলা, স্ত্রী নির্যাতন সহ নানা অভিযোগে বিভিন্ন সময় সংবাদমাধ্যমে আলোচনায় এসেছেন সা-রে-গা-মা-পা তারকা নোবেল।
এরমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি শরীয়তপুরে একটি পুনর্মিলনীতে গান গাওয়ার শর্তে ১ লাখ ৭৫ হাজার টাকা নিয়েও অনুষ্ঠানে উপস্থিতি হন নি। এ ঘটনায় গত ১৬ মে তার বিরুদ্ধে প্রতরণার মামলা করেন সাফায়েত ইসলাম নামের এক ভুক্তভোগী। এর প্রেক্ষিতে গত শনিবার সকালে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন নোবেল।
এদিকে নোবেল গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন তার স্ত্রী ছালছাবিল মাহমুদ। তিনি অভিযোগ করেন, নেশা করে নোবেল তাকে মারধর করতো।
২০১৯ সালে ভারতীয় বাংলা টেলিভিশন জি-বাংলার একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে ব্যাপক প্রশংসিত হন নোবেল। পরবর্তীতে তার নানা কর্মকান্ড বিতর্ক তৈরি করে। বিভিন্ন সময় ফেইসবুকে স্ট্যাটাসে গুনী শিল্পীদের প্রতি বিরূপ মনোভাব তুলে ধরতে দেখা যায় তাকে।
গত ২৬ এপ্রিল কুড়িগ্রামের একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময় মঞ্চে মাইক্রোফোনের স্ট্যান্ড ভেঙে ফেলার চেষ্টা করে আবারও বিতর্ক তৈরি করেন নোবেল।

জনপ্রিয় সংবাদ

১০ হাজার টাকা মুচলেকায় আলোচিত গায়ক নোবেলের জামিন

প্রকাশ : ০৬:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

প্রতারণার মামলায় একদিনের রিমান্ড শেষে ১০ হাজার টাকা মুচলেকায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছে আদালত। মতিঝিল থানায় দায়ের করা মামলায় নোবেলের জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন।
একদিনের রিমান্ড শেষে নোবেলকে সোমবার আদালতে হাজির করে কারাগারে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক হুমায়ুন কবির। পরে ১০ হাজার টাকা মুচলেকায় নোবেলকে জামিন দেন আদালত।
শুনানিতে বলা হয়, বাদী ও আসামি পরস্পর আপস মীমাংসা হয়ে গেছে। বাদীর সাথে আপস করে টাকা বুঝিয়ে দিয়েছেন নোবেল। দু’পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে।
এর আগে, গান গাওয়ার শর্তে টাকা নিয়ে কনসার্ট না করার অভিযোগে গত শনিবার নোবেলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই দিনই তাকে আদালতে আনা হলে একদিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত।
কনসার্টে গিয়ে স্টেজ ভেঙ্গে ফেলা, স্ত্রী নির্যাতন সহ নানা অভিযোগে বিভিন্ন সময় সংবাদমাধ্যমে আলোচনায় এসেছেন সা-রে-গা-মা-পা তারকা নোবেল।
এরমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি শরীয়তপুরে একটি পুনর্মিলনীতে গান গাওয়ার শর্তে ১ লাখ ৭৫ হাজার টাকা নিয়েও অনুষ্ঠানে উপস্থিতি হন নি। এ ঘটনায় গত ১৬ মে তার বিরুদ্ধে প্রতরণার মামলা করেন সাফায়েত ইসলাম নামের এক ভুক্তভোগী। এর প্রেক্ষিতে গত শনিবার সকালে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন নোবেল।
এদিকে নোবেল গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন তার স্ত্রী ছালছাবিল মাহমুদ। তিনি অভিযোগ করেন, নেশা করে নোবেল তাকে মারধর করতো।
২০১৯ সালে ভারতীয় বাংলা টেলিভিশন জি-বাংলার একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে ব্যাপক প্রশংসিত হন নোবেল। পরবর্তীতে তার নানা কর্মকান্ড বিতর্ক তৈরি করে। বিভিন্ন সময় ফেইসবুকে স্ট্যাটাসে গুনী শিল্পীদের প্রতি বিরূপ মনোভাব তুলে ধরতে দেখা যায় তাকে।
গত ২৬ এপ্রিল কুড়িগ্রামের একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময় মঞ্চে মাইক্রোফোনের স্ট্যান্ড ভেঙে ফেলার চেষ্টা করে আবারও বিতর্ক তৈরি করেন নোবেল।