০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আমি এই দেশেই থাকব, আমার অন্য দেশের পাসপোর্ট নাই : বাঁধন

মুষলধারার বৃষ্টি উপেক্ষা করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে সড়কে নেমেছেন সংস্কৃতিকর্মীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর আনন্দ সিনেমা হলের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। সমাবেশে কান্নারত অবস্থায় বক্তব্য দেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
বাঁধন বলেন, ‘আমার অধিকার লাগবে, আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই। আমি এই দেশেই থাকব। আমার অধিকার স্বাধীনতা নিয়ে থাকব। এইভাবে করে নিপীড়িত হয়ে আমি থাকব না। আমার সন্তান এই পরিবেশে বেড়ে ওঠবে না। কারণ, দেশটা আমার। দেশটা সংস্কারও করব আমরা।
তিনি আরও বলেন, ‘আমি যখন আমার অধিকারের জন্য রাস্তায় দাঁড়াব, তখন কেউ এসে আমাকে দলীয় চেয়ার দিবে না। এই রাজনীতি থেকে বের হইতে হবে।
এ সময় অন্যরাও সব হত্যার বিচার করা, গুলি ও সহিংসতা বন্ধ, গণ-গ্রেপ্তার ও হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান।
সেখানে আরও উপস্থিত ছিলেন, মামুনুর রশিদ, আকরাম খান, নূরুল আলম আতিক, আজাদ আবুল কালাম, হাসান, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, মুনেম ওয়াসিফ, ঋতু সাত্তার, তাসলিমা আকতার লিমা, তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, আমিরুল রাজিব, নুসরাত ইমরোজ তিশা, তানজিম ওয়াহাব, জাহিন ফারুক আমিন, তানভীর আহসান, ইয়াছির আল হক, শঙ্খ দাশগুপ্ত, সাবিলা নূর, নাসিফ আমিন, তাসনিয়া ফারিন, হুমাইরা বিলকিস, শিবু কুমার শীলসহ অনেকে।

জনপ্রিয় সংবাদ

আমি এই দেশেই থাকব, আমার অন্য দেশের পাসপোর্ট নাই : বাঁধন

প্রকাশ : ১০:৪৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

মুষলধারার বৃষ্টি উপেক্ষা করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে সড়কে নেমেছেন সংস্কৃতিকর্মীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর আনন্দ সিনেমা হলের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। সমাবেশে কান্নারত অবস্থায় বক্তব্য দেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
বাঁধন বলেন, ‘আমার অধিকার লাগবে, আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই। আমি এই দেশেই থাকব। আমার অধিকার স্বাধীনতা নিয়ে থাকব। এইভাবে করে নিপীড়িত হয়ে আমি থাকব না। আমার সন্তান এই পরিবেশে বেড়ে ওঠবে না। কারণ, দেশটা আমার। দেশটা সংস্কারও করব আমরা।
তিনি আরও বলেন, ‘আমি যখন আমার অধিকারের জন্য রাস্তায় দাঁড়াব, তখন কেউ এসে আমাকে দলীয় চেয়ার দিবে না। এই রাজনীতি থেকে বের হইতে হবে।
এ সময় অন্যরাও সব হত্যার বিচার করা, গুলি ও সহিংসতা বন্ধ, গণ-গ্রেপ্তার ও হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান।
সেখানে আরও উপস্থিত ছিলেন, মামুনুর রশিদ, আকরাম খান, নূরুল আলম আতিক, আজাদ আবুল কালাম, হাসান, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, মুনেম ওয়াসিফ, ঋতু সাত্তার, তাসলিমা আকতার লিমা, তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, আমিরুল রাজিব, নুসরাত ইমরোজ তিশা, তানজিম ওয়াহাব, জাহিন ফারুক আমিন, তানভীর আহসান, ইয়াছির আল হক, শঙ্খ দাশগুপ্ত, সাবিলা নূর, নাসিফ আমিন, তাসনিয়া ফারিন, হুমাইরা বিলকিস, শিবু কুমার শীলসহ অনেকে।