০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারত সরকারের দেয়া উপহার ২০ টি রেল ইন্জিনের লোকোমোটিভ এখন চুয়াডাঙ্গায়

  • হাসেম রাজ
  • প্রকাশ : ০৩:৪৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • ২৫৯৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সীমান্তের দর্শনা রেল ষ্টেশনে গতকাল বিকাল ৪ টায় পৌঁছেছে ২০ টি রেল ইন্জিন। বাংলাদেশের উপহার হিসেবে দিয়েছে ভারত সরকার। ২০টি রেল ইঞ্জিন আনুষ্ঠানিক গ্রহন সম্পূর্ন হয়েছে গতকাল ২৩সে মে মঙ্গলবার বিকাল ৪ টায় ভারতীয় অংশের গেদে ষ্টেশন থেকে সাড়ে ৩ টায় ২০ টি ইঞ্জিন দর্শনা ষ্টেশনে আনুষ্ঠানিক ভাবে গ্রহন করে বাংলাদেশের রেলওয়ের কর্মকর্তা । বাংলাদেশ – ভারতের বন্ধুত্বের অংশীদারের স্বাক্ষর হিসেবে ভারত সরকার বাংলাদেশ রেলওয়ে উন্নয়নের জন্য ২০ টি রেল ইঞ্জিন উপহার দেয় । ইন্জিন গুলো কে ফুল দিয়ে সাজানো হয়েছিলো। ভারতের রেল মন্ত্রী শ্রী আশ্বিনী বৈশ্বব ও বাংলাদেশের রেল মন্ত্রী মো: নরুল ইসলাম সুজন ভাচ্যুয়ালী উদ্বোধন করেন বাংলাদেশ ভারতের মাঝে বন্ধুত্ব অঠুট থাকার অঙ্গিকার করেন । দর্শনা আন্তজার্তিক রেল ষ্টেশনের ব্যবস্থাপক জানান ভারতের দেয়া উপহার ২০ টি রেলের ডিজেল ইঞ্জিন রেলওয়ে বোর্ড ইন্ডিয়ার ট্রাফিক ইনেসপেক্টর অশোক কুমার বিশ্বাস ,দর্শনা রেল ষ্টেশনে ঈশ্বরদী লকোমোটিভ বিভাগের সিনিয়র সাব অ্যাসিষ্টেন্ট ইঞ্জিনিয়ার সরেক জামাল এর কাছে বুঝিয়ে দেন । এ সময় বাংলাদেশ রেলওয়ে ও রেলওয়ে বোর্ড ইন্ডিয়ার উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন । ইশ্বরদি থেকে পরীক্ষা নিরিক্ষা শেষে ইঞ্জিন গুলো পন্য পরিবহনে ব্যবহার করা হবে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চুয়াডাঙ্গা মোঃ নাজমুল হামিদ রেজা, দামুড়দা উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু,দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক,রেলওয়ে নিরাপত্তা বাহিনী (পাকশী) চিপ কমান্ডেন্ট আশরাফুল ইসলাম,কমান্ডের মোর্শেদ আলম, রেলওয়ে পশ্চিম জোনের চিপ অফ প্রধান যন্ত্র প্রকৌশলী কুদরত ই- খুদা, চিপ অপরেটিং সুপারেনটেনডেন্ট আহসানুল্লাহ ভূঁইয়া, চিপ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী আসাদুল হক, চিপ সিগন্যাল টেলিকমিউনিকেসন মিজানুর রহমান,চিপ কমান্ডেন্ট আসাবুল ইসলাম, প্রধান নির্বাহী রফিকুল ইসলাম,পরিচালক লোকো তসলিম আহমেদ, বিভাগীয় রেলের ব্যবস্থাপক খান শাহ সুফি নুর মোহাম্মদ, দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ প্রমুখ।

কোটা সংস্কার আন্দোলনকারীদের একদিন জাতির কাছে জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

ভারত সরকারের দেয়া উপহার ২০ টি রেল ইন্জিনের লোকোমোটিভ এখন চুয়াডাঙ্গায়

প্রকাশ : ০৩:৪৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩

চুয়াডাঙ্গা সীমান্তের দর্শনা রেল ষ্টেশনে গতকাল বিকাল ৪ টায় পৌঁছেছে ২০ টি রেল ইন্জিন। বাংলাদেশের উপহার হিসেবে দিয়েছে ভারত সরকার। ২০টি রেল ইঞ্জিন আনুষ্ঠানিক গ্রহন সম্পূর্ন হয়েছে গতকাল ২৩সে মে মঙ্গলবার বিকাল ৪ টায় ভারতীয় অংশের গেদে ষ্টেশন থেকে সাড়ে ৩ টায় ২০ টি ইঞ্জিন দর্শনা ষ্টেশনে আনুষ্ঠানিক ভাবে গ্রহন করে বাংলাদেশের রেলওয়ের কর্মকর্তা । বাংলাদেশ – ভারতের বন্ধুত্বের অংশীদারের স্বাক্ষর হিসেবে ভারত সরকার বাংলাদেশ রেলওয়ে উন্নয়নের জন্য ২০ টি রেল ইঞ্জিন উপহার দেয় । ইন্জিন গুলো কে ফুল দিয়ে সাজানো হয়েছিলো। ভারতের রেল মন্ত্রী শ্রী আশ্বিনী বৈশ্বব ও বাংলাদেশের রেল মন্ত্রী মো: নরুল ইসলাম সুজন ভাচ্যুয়ালী উদ্বোধন করেন বাংলাদেশ ভারতের মাঝে বন্ধুত্ব অঠুট থাকার অঙ্গিকার করেন । দর্শনা আন্তজার্তিক রেল ষ্টেশনের ব্যবস্থাপক জানান ভারতের দেয়া উপহার ২০ টি রেলের ডিজেল ইঞ্জিন রেলওয়ে বোর্ড ইন্ডিয়ার ট্রাফিক ইনেসপেক্টর অশোক কুমার বিশ্বাস ,দর্শনা রেল ষ্টেশনে ঈশ্বরদী লকোমোটিভ বিভাগের সিনিয়র সাব অ্যাসিষ্টেন্ট ইঞ্জিনিয়ার সরেক জামাল এর কাছে বুঝিয়ে দেন । এ সময় বাংলাদেশ রেলওয়ে ও রেলওয়ে বোর্ড ইন্ডিয়ার উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন । ইশ্বরদি থেকে পরীক্ষা নিরিক্ষা শেষে ইঞ্জিন গুলো পন্য পরিবহনে ব্যবহার করা হবে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চুয়াডাঙ্গা মোঃ নাজমুল হামিদ রেজা, দামুড়দা উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু,দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক,রেলওয়ে নিরাপত্তা বাহিনী (পাকশী) চিপ কমান্ডেন্ট আশরাফুল ইসলাম,কমান্ডের মোর্শেদ আলম, রেলওয়ে পশ্চিম জোনের চিপ অফ প্রধান যন্ত্র প্রকৌশলী কুদরত ই- খুদা, চিপ অপরেটিং সুপারেনটেনডেন্ট আহসানুল্লাহ ভূঁইয়া, চিপ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী আসাদুল হক, চিপ সিগন্যাল টেলিকমিউনিকেসন মিজানুর রহমান,চিপ কমান্ডেন্ট আসাবুল ইসলাম, প্রধান নির্বাহী রফিকুল ইসলাম,পরিচালক লোকো তসলিম আহমেদ, বিভাগীয় রেলের ব্যবস্থাপক খান শাহ সুফি নুর মোহাম্মদ, দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ প্রমুখ।