আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ দুর্দান্ত এক মৌসুম শুরুর আভাস দিয়েছিল আল নাসের। একই সঙ্গে এটিই ছিল ক্লাবটির হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রথম শিরোপা জয়। তবে সৌদি প্রো লিগের নতুন মৌউমের শুরুটা রাঙাতে পারেনি পর্তুগীজ মহাতারকার দল। হেরে গিয়েছিল প্রথম দুই ম্যাচেই। তবে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে তারা। আর এতেও রয়েছে সিআরসেভেনের অবদান। তাঁর দুর্দান্ত এক হ্যাটট্রিকেই দুর্দান্ত এক জয় পেয়েছে আল নাসের।
নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচে গোল পাননি রোনালদো, আল নাসেরও পায়নি জয়। তবে তৃতীয় ম্যাচে এসে পর্তুগীজ মহাতারকার সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে তাঁর ক্লাবও। আল ফাতেহর বিপক্ষে পেয়েছে ৫-০ গোলের বড় এক জয়। আর এতে রোনালদোর হ্যাটট্রিকের সঙ্গে জোড়া গোল করে অবদান রেখেছেন এ মৌসুমেই বায়ার্ন মিউনিখ থেকে যোগ দেয়া সেনেগালিজ তারকা ফুটবলার সাদিও মানে।
আল ফাতেহর বিপক্ষে গতকালের ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেই খেলেছে আল নাসের। আক্রমণাত্মক ফুটবলে জেরবার করে রেখেছিল প্রতিপক্ষের রক্ষণকে। ম্যাচের ২৬ মিনিটেই গোল করার দুর্দান্ত এক সুযোগও পেয়েছিলেন রোনালদো। তবে সাদিও মানের বাড়িয়ে দেয়া বলে নেয়া শটে তিনি অয়ারেননি আল ফাতেহর গোল রক্ষককে পরাস্ত করতে।
তবে লিড নিতে অবশ্য অপেক্ষা করতে হয়নি আল নাসেরকে। পরের মিনিটেই এ দুজনের দারুণ বোঝাপড়ায়ই দারুণ এক গলের দেখা পায় আল নাসের। রোনালদোর বাড়িয়ে দেয়া বলে গোলরক্ষককে একা পেয়ে পরাস্ত করেন মানে, এরপর খুঁজে নেন জালের দেখা। সৌদি ক্লাবটির হয়ে এটি সাবেক লিভারপুল তারকার দ্বিতীয় গোল।
এর মিনিট দশেক পরেই এ মৌসুমে নিজের প্রথম গোলটিও পেয়ে যান রোনালদো। ম্যাচের ৩৭ মিনিটের সময় ডি বক্সের ভেতরে গোল পোস্টের খুব কাছে থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান তিনি।
বিস্তারিত আসছে…