মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। ২০২৪ সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডেভিড ম্যালপাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, চলতি বছরের জুন মাসের শেষে তিনি পদত্যাগ করবেন। তবে পদ ছাড়ার নির্দিষ্ট কোনো কারণ জানাননি তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংক যে পদ্ধতিতে ঋণ দেয় তা পরিবর্তন করতে চেয়েছিলেন ম্যালপাস। এ ছাড়া বেশ কিছু বিষয়ে নিয়ে সম্প্রতি মার্কিন চাপে ছিলেন তিনি।
ম্যালপাস সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের ব্যক্তি হিসেবে পরিচিত। ট্রাম্পই তাকে এই পদে মনোনীত করেছিলেন। ২০১৯ সালের এপ্রিলে বিশ্বব্যাংকের সভাপতি হন ম্যালপাস।
১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ-
পদত্যাগের ঘোষণা বিশ্বব্যাংক প্রেসিডেন্টের
-
অনলাইন ডেস্ক
- প্রকাশঃ ০৬:০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- ২৫৮২ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ